আজ- ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১:১০

রাজনৈতিক দলগুলো সংবিধান মেনেই নির্বাচনে অংশ নেবে

 

দৃষ্টি নিউজ:

বাংলাদেশে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো সংবিধানের মধ্যে থেকেই জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (৪ মার্চ) সকালে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী জজ ও সমমানের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।


আইনমন্ত্রী বলেন, যথা সময়ে হবে আগামী জাতীয় নির্বাচন। তাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ নিয়ে, এখনই কোনো মন্তব্য নয়। সবার বলা শেষ হলে প্রয়োজনে হলে বিস্তারিত ব্যাখ্যা দেবেন তিনি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিচার প্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি বেগম নাজমুন আরা সুলতানা ও আইন সচিব গোলাম সারোয়ার। নবীন বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno