আজ- শনিবার | ২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১ | সকাল ৬:১৭
২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১
২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ, ১৪৩১

রাষ্ট্রীয় মর্যাদায় সাযযাদ কাদিরকে বাবা-মায়ের পাশে দাফন

দৃষ্টি নিউজ:

dristy.tv pic-58টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রামের বাড়িতে বাবা-মায়ের পাশে দেশের বহুমাত্রিক লেখক, বিশিষ্ট কবি ও সাংবাদিক সাযযাদ কাদিরকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) জুমা’র নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল সাড়ে নয়টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্যে টাঙ্গাইল শহীদ মিনারে রাখা হয়। এর পর সকাল ১১টার দিকে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, সাবেক রাষ্ট্রদদূত ও মুক্তিযোদ্ধা আনোয়ারুল আলম শহীদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনসহ টাঙ্গাইলের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের লোকজন অংশ নেয়। পরে সেখান থেকে কবির মরদেহ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মৌলভীপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জুম’আ পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়