আজ- শুক্রবার | ৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২ | রাত ৩:০১
৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২
৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

‘রুপার আংটি’ নিয়ে আসছেন রুনা-শানু

দৃষ্টি নিউজ:

রুনা খান ও শানারেই দেবী শানু এবারই প্রথম একটি খণ্ড নাটকে একসঙ্গে কাজ করলেন। ‘রুপার আংটি’ নামক নাটকটি পরিচালনা করেছেন হিমেল ইসহাক। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকে রুনা খান বড় বউয়ের চরিত্রে এবং শানু ছোট বউয়ের চরিত্রে অভিনয় করেছেন।

মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের নাটক রুপার আংটি। মুক্তিযুদ্ধে একজন বাবার হারিয়ে যাওয়া গল্প এবং পরবর্তীতে বধ্যভূমিতে রুপার আংটি খুঁজে পেয়ে হারিয়ে যাওয়া বাবাকে শনাক্তকরণের মধ্য দিয়ে নাটকের গল্প আবর্তিত হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, ‘শ্রদ্ধেয় সৈয়দ মঞ্জুরুল ইসলাম একটি সত্য ঘটনা অবলম্বনে নাটকটি রচনা করেছেন। যে কারণে ভীষণ আগ্রহ নিয়েই আমি কাজটি করেছি। গল্পটি আবেগের সঙ্গে মিশে গেছে। আর নাটকে আমার সঙ্গে আরো যারা অভিনয় করেছেন সবাই নিঃসন্দেহে ভালো শিল্পী। বিশেষত শতাব্দী ওয়াদুদ ভাইয়ের কথা বলতেই হয়, তিনি আমার প্রিয় একজন শিল্পী। পাশাপাশি শ্রদ্ধেয় ডলি আপাও। শানু সহশিল্পী হিসেবে ভীষণ চমৎকার। সব মিলিয়ে আমরা একটি ভালো কাজ করার চেষ্টা করেছি। যে কারণে নাটকটি নিয়ে আশাবাদী আমি।’

এদিকে নাটকের আরেক অভিনেত্রী শানু, ‘যেহেতু এটি মুক্তিযুদ্ধের গল্পের নাটক, তাই এতে কাজ করতে গিয়ে ভীষণ আবেগ দিয়ে কাজ করতে হয়েছে। এতে বড় বউ হিসেবে আমি শ্রদ্ধেয় রুনা খানকে পেয়েছি। তার সঙ্গে অভিনয় করতে সবসময়ই আমার ভীষণ ভালো লাগে। এই নাটকে আরো ছিলেন শ্রদ্ধেয় ডলি জহুর আপা, শতাব্দী ওয়াদুদ ভাই। ভীষণ ভালো একটি কাজ হয়েছে।’

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়