দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে রোটারি ক্লাব অব টাঙ্গাইল ও টাঙ্গাইল সিটি’র যৌথ উদ্যোগে রোটারিয়ান পিপি প্রফেসর ডা. রতন চন্দ্র সাহার সার্বিক সহযোগিতায় বানভাসি মানুষের মাঝে সম্প্রতি সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ব্রহ্মপূত্র রিজিওনের সহকারী গভর্ণর ও রোটারি ক্লাব অব টাঙ্গাইলের রোটারিয়ান পিপি মো. মেজবাহ উদ্দিন, সেক্রেটারি রোটারিয়ান মো. তানভীর আহমেদ সোমি, রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি’র প্রেসিডেন্ট রোটারিয়ান ড.
মোহাম্মদ হারুন-অর-রশিদ, সদ্য বিদায়ী সভাপতি রোটারিয়ান বিপুল কান্তি ঘোষ, রোটারিয়ান পিপি প্রফেসর ড. পিনাকী দে এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলম শিবলী, রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী এর পাস্ট প্রেসিডেন্ট ও রোটারেক্ট ডিস্ট্রিক্ট
অর্গানাইজেশনের ডিস্ট্রিক্ট মেম্বারশীপ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান রোটারেক্টর এসএইচ সোহাগ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে পোড়াবাড়ী ইউপি’র চেয়ারম্যান মো. আজমত আলী ও রোটারি ক্লাব অব টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এর সভাপতি রোটারিয়ান মো. আশরাফ হোসেনের রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।
