ইমরুল হাসান বাবু:
রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাসে শনিবার(৯ সেপ্টেম্বর) মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাসাইলের হাবলা ইউনিয়নের জনসাধারণ।
শনিবার সকাল ১০ টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, করটিয়াস্থ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, হাবলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল আপেল, শফিকুল ইসলাম শফি, মো. লিটন মিয়া, আব্দুস সবুর, শাহআলম, হাজী আব্দুল হাই, খোরশেদ আলম খসরু প্রমুখ।