দৃষ্টি নিউজ:
মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠান ফরহাদ ক্যাডেট একাডেমি। সোমবার(২৫ সেপ্টেম্বর) সকালে এলেঙ্গা পুরাতন ভূঞাপুর সড়কে ফরহাদ ক্যাডেট একাডেমির সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হায়দার হাবিব, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল বাছেত তালুকদার, ফরহাদ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরহাদুজ্জামান ফরহাদ, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, ফরহাদ ক্যাডেট একাডেমির পরিচালক মহসিন কবির, ক্যাডেট শাখার পরিচালক মামুন মিয়াসহ একাডেমির শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহন করেন।