দৃষ্টি নিউজ:
রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন বন্ধের দাবিতে টাঙ্গাইল জেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শহরে বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার(১১ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের বড় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ শেষে শহরের মসজিদ রোডে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আলহাজ খন্দকার ছানোয়ার হোসেন, সহ-সভাপতি আলহাজ মো. আকরাম আলী, সাধারণ সম্পাদক মো. আখিনুর মিয়া, টাঙ্গাইল জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো. আকবর আলী, টাঙ্গাইল জেলা ইসলামী শাসনত্রন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মো. রবিউল ইসলাম প্রমুখ।