দৃষ্টি নিউজ:

সাবেক মন্ত্রী ও প্রাজ্ঞ রাজনীতিক আবদুল লতিফ সিদ্দিকী এবং বঙ্গবীর কাদের সিদ্দিকীর মাতা লতিফা সিদ্দিকীর ১৩তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার(৪ এপ্রিল)।
এ উপলক্ষে কৃষক শ্রমিক জনতালীগের উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটী গ্রামে মরহুমের কবর জিয়ারত, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই কর্মসূচিতে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম সহ আত্নীয়, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
মরহুম আইনজীবী মৌলভী মোহাম্মদ আব্দুল আলী সিদ্দিকীর সহধর্মিনী রত্নগর্ভা লতিফা সিদ্দিকী ২০০৪ সালের ৪ এপ্রিল বার্ধক্যজনিত কারণে টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার নিজ বাসায় ইন্তেকাল করেন।
