আজ- রবিবার | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
৩ ফাল্গুন, ১৪৩১ | সন্ধ্যা ৬:১২
১৬ ফেব্রুয়ারি, ২০২৫
৩ ফাল্গুন, ১৪৩১
১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন, ১৪৩১

লাইভে জুবায়ের পন্থী বলায় আন্দোলনকারীদের হামলায় ছয় সাংবাদিক আহত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে তাবলীগ জামাতের জুবায়ের পন্থীরা নানা দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির লাইভ সম্প্রচারকালে ‘জুবায়ের পন্থী’ বাক্য উচ্চারণ করায় রোববার(২২ ডিসেম্বর) বিকালে ডিবিসি নিউজের সাংবাদিকদের উপর হামলা করেছে আন্দোলনকারীরা। এ ঘটনায় অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা করা হয়। এতে টাঙ্গাইলের ছয় সাংবাদিক আহত হয়েছেন।

 

 

 

 

জুবায়ের পন্থীদের হামলায় আহত সাংবাদিকরা হচ্ছেন- ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সোহেল তালুকদার, ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি অলক কুমার দাস, বিডি নিউজের জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জল হোসেন, এখন নিউজের জেলা প্রতিনিধি কাওছার আহমেদ।

 

 

 

জানা যায়, ১৭ ডিসেম্বর রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জুবায়ের পন্থীদের উপর হামলার ঘটনায় জড়িত টাঙ্গাইলে সাদপন্থীদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন মসজিদে তাদের কার্যক্রম বন্ধসহ নানা দাবিতে রোববার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিতে যান জুবায়ের পন্থীরা। এ সময় ডিসি ও এসপির অসদাচরণের প্রতিবাদ ও দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জুবায়ের পন্থীরা।

 

 

 

 

 

 

ওই ঘটনার বিষয়ে ডিবিসি নিউজে লাইভ চলাকালীন সময়ে রিপোর্টার সোহেল তালুকদার ‘জুবায়ের পন্থী’ বাক্য উচ্চারণ করায় আন্দোলনকারীরা তার উপর হামলা চালায়। এ সময় অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা করে জুবায়ের পন্থীরা।

 

 

 

 

আহত সাংবাদিকরা বলেন, এ ঘটনায় আমরা হতভম্ব। কিছু বুঝে ওঠার আগেই জুবায়ের পন্থীরা সন্ত্রাসীদের মত সাংবাদিকদের উপর হামলা করে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

 

 

 

 

 

সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও নাসির উদ্দিন সহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়