আজ- বুধবার | ৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২ | সকাল ১০:৩২
৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ, ১৪৩২

লুটপাটের ঘটনায় শায়খ আহমাদুল্লাহর ফেসবুক পোস্ট

দৃষ্টি রিপোর্ট:

দেশে বিনিয়োগ সম্মেলন চলাকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে যে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা উদ্বেগজনক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার(৮ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। এই ধরনের কাজ কেউ করতে গেলে তাকে থামিয়ে দেওয়ার আহ্বান জানান আহমাদুল্লাহ।

 

 

 

 

 

ওই পোস্টে তিনি বলেন, দেশে চারদিনের বিনিয়োগ সম্মেলন চলছে। দেশের অর্থনীতিতে এই সম্মেলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী। এমন একটি স্পর্শকাতর সময়ে গতকাল কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে যে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা উদ্বেগজনক ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

 

 

 

 

 

তিনি আরও বলেন, এর অন্যতম লক্ষ্য, আগ্রহী বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা। তাদেরকে দেখানো যে, বাংলাদেশে তাদের বিনিয়োগ নিরাপদ নয়। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নষ্ট হলে কারা লাভবান হবে সেটাও স্পষ্ট।

 

 

 

 

 

আমরা বিশ্বাস করি, যারা লুটপাট করেছে তারা আন্দোলনকারী নয়। তারা চক্রান্তকারী এবং অপরাধী। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। আমরা এই ধরনের লুটপাট ও অপরাধকর্ম কোনোভাবেই সমর্থন করি না। আন্দোলন চলাকালে এই ধরনের কাজ কেউ করতে গেলে তাকে থামিয়ে দিন।

 

 

 

 

ওই পোস্টের কমেন্টে বক্সে আহমাদুল্লাহ বলেন, সোমবারের লুটপাট যে একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র তা আরও স্পষ্ট করে দেয় এআই-এর মাধ্যমে ছড়িয়ে দেওয়া একটি ভুয়া ছবি। চক্রান্তকারীরা কৃত্রিম ও ভুয়া ছবির মাথায় টুপি বসিয়ে আন্দোলনকারীদের ওপর দায় চাপাতে চেয়েছে। কিন্তু তাদের সেই চক্রান্ত নস্যাৎ হয়ে গেছে।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়