দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মধুপুরের শ্রীশ্রী মদন গোপাল দেব বিগ্রহ মন্দিরের ২.১০ একরের পুকুরে বিষ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে স্থানীয় ও মন্দির কর্তৃপক্ষের নজরে এলে প্রশাসনসহ সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ, মৎস্য বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও মধুপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার পরিমল কান্তি গোস্বামী জানান, প্রায় ১০ লাখ টাকার মাছের পোনা ছেড়ে চাষের জন্য গোষ্ট সিংহ নামে একজনকে পুকুরের তত্ত্ববধায়ক করা হয়েছিল। তিনি যথারীতি চাষ করছিলেন। অনেক মাছ বিক্রি করার উপযুক্ত হয়েছিল। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দেয়। এতে সব মাছ মরে ভেসে ওঠে।
