আজ- বৃহস্পতিবার | ১৯ জুন, ২০২৫
৫ আষাঢ়, ১৪৩২ | বিকাল ৩:৩৯
১৯ জুন, ২০২৫
৫ আষাঢ়, ১৪৩২
১৯ জুন, ২০২৫, ৫ আষাঢ়, ১৪৩২

শয়নকক্ষ থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

কালিহাতী প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী পশ্চিমপাড়া (জামাইপাড়া) গ্রামে রেললাইন সংলগ্ন নির্জন ঘরের শয়ন কক্ষ থেকে শনিবার (১৭ মে) বিকালে খোদেজা বেগম (৫৫) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত খোদেজা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আতোয়ার রহমানের স্ত্রী।

 

 

 

 

 

 

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, খোদেজা বেগমের স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ১০-১২ বছর আগে মারা যায়। খোদেজা বেগম যমুনা সেতু-জামালপুর রেললাইন সংলগ্ন নির্জন বাড়িতে একাই বসবাস করছিলেন। তার কোনো সন্তান নেই। তবে তার একটি পালিত ছেলে রয়েছে। তার মুখমণ্ডল ওকপালে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা ধারনা করছেন, তাকে হত্যা করা হয়েছে।

 

 

 

 

 

 

নিহতের পালিত ছেলে আসাদুজ্জামান জানান, গত ১৩ মে বাড়িতে এসে তিনি মাকে দেখে গেছেন। দুইদিন যাবত মোবাইল ফোনে মাকে পাওয়া যাচ্ছিল না। শনিবার সকাল ১১ টার দিকে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ ও সিদকাটা দেখতে পান। তার মা শয়নকক্ক্ষে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। তিনি ধারনা করছেন, তার মাকে হত্যা করা হয়েছে।

 

 

 

 

সহকারী পুলিশ সুপার কালিহাতী (সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর সঠিক রহস্য উদঘাটন করা যাবে। তবে তদন্ত কাজ চলমান রয়েছে।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়