আজ- সোমবার | ১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ১:১৪
১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২
১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ, ১৪৩২

শহীদ জগলুর ৩২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

দৃষ্টি নিউজ:


বর্ধিত বাস ভাড়ার প্রতিবাদে আন্দোলনকারীদের মিছিলে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক নেতা শহীদ মির্জা আবু রায়হান জগলুর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী শুক্রবার(৮ ফেব্রুয়ারি) পালন করা হয়েছে।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের উদ্যোগে এ উপলক্ষে স্থানীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি পুরাতন আদালত রোডে ‘শহীদ জগলু স্মৃতিস্তম্ভে’র সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ্ মোহাম্মদ সাফী ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। বক্তব্যে নেতারা বলেন, শহীদ জগলু’র মৃত্যুবার্ষিকী আওয়ামীলীগেরও পালন করার কথা, জাসদের পালন করার কথা; কারণ শহীদ জগলু কোন দলের জন্য প্রাণ দেন নাই, টাঙ্গাইলবাসী তথা সারা দেশের ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য প্রাণ দিয়েছেন। বক্তব্য শেষে শহীদ জগলু স্মৃতিস্তম্ভে জেলা ছাত্রদল, বিএনপি ও জগলুর পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পন করেন। শেষে নেতৃবৃন্দ শহীদ জগলুর কবর জিয়ারত এবং তাঁর রূহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়