দৃষ্টি নিউজ:
![](https://dristy.tv/wp-content/uploads/ddri-32..jpg)
টাঙ্গাইলে নানা কর্মসূচি মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগর প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার(৪ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তারুণের জয়যাত্রা শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ও তারুণ্যের জয়যাত্রা সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সাঈম তালুকদার বিপ্লব প্রমুখ।
এ সময় জেলা ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।