দৃষ্টি নিউজ:

শারদীয়া দুর্গোৎসবের সমাপনী দিনে টাঙ্গাইলের মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার দশমী পুজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৬ অক্টোবর) সকালে নানা বয়সী নারী-পুরুষ দেবী দুর্গাকে অশ্রুসজল বিদায় জানাতে মণ্ডপে এসে দেবী দুর্গার দশমী পূজায় অংশ নেয়।
পূজার আনুষ্ঠানিতা শেষে দর্পন বির্সজন দেয়া হয়। এ সময় ভক্ত ও পূজারীরা নিজেদের মধ্যে প্রণাম ও বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন।
https://youtu.be/sV_Xmud48qw
পূজারীরা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সহ সকল রোগ-শোককে বিদায় দিয়ে শান্তির সুবাতাস বইয়ে দেওয়ার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন।
সূর্যাস্তের পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।
