দৃষ্টি নিউজ:

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের মাটি খুঁড়ে পাওয়া সেই বোমা টাঙ্গাইলে নিষ্ক্রিয় করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জ রসুলপুরে ওই বোমা নিষ্ক্রিয় করা হয়।
দুপুর ১২টা ৫ মিনিটে ২৫০ কেজি ওজনের ওই বোমা নিষ্ক্রিয় করার সময় উপস্থিত ছিলেন, বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জের ফ্লাইট লে. আজমের নেতৃত্বে ৯ জনের একটি বোমা নিষ্ক্রিয় দল। ক্যাম্পাসে গভীর গর্ত করে পুঁতে রাখা বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ হয়।
বিষয়টি নিশ্চিত করেন রসুলপুর ফায়ারিং ক্যাম্প কমান্ডার মো. আলম এবং মধুপুর বনাঞ্চলের সহকারী বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার।
মধুপুর ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বোমা নিষ্ক্রিয় করার সময় তাদের একটি দল সেখানে উপস্থিত ছিল।
প্রকাশ, গত বুধবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় বোমাটি পাওয়া যায়।
ধারণা করা হয়, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে কাবু করার জন্য মিত্রবাহিনী যুদ্ধ বিমান থেকে এ বোমা নিক্ষেপ করে।
