
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের সখীপুরে এক স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার(১৬ মার্চ) দুপুরে উপজেলার দারিপাকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
সখীপুর উপজেলার বড়চওনা-দেবরাজ সড়কে দারিপাকা বাজারে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। মানববন্ধনের আগে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি জালাল উদ্দিন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আবদুল্লাহ আল-মামুন, মোহাম্মদ আলী প্রমুখ।
প্রকাশ, গত ১৫ মার্চ(রোববার) সকালে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবীবকে ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি মজিবর রহমান ক্লাস থেকে ডেকে স্কুল মাঠের পাশে নিয়ে অকথ্য ভাষায় গালি- গালাজ করেন ও ভয়ভীতি দেখান। স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে তাকে সভাপতি পদে সমর্থন না করায় ক্ষুব্দ হয়ে তিনি ওই শিক্ষকের প্রতি চড়াও হন।
