আজ- সোমবার | ১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ১২:০৮
১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২
১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ, ১৪৩২

শিয়ালের কামড়ে একই গ্রামের ৭জন আহত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া গ্রামে রোববার(৮ নভেম্বর) সকালে পাগলা শিয়ালের কামড়ে বৃদ্ধ সহ একই এলাকার সাত ব্যক্তি আহত হয়েছেন।

আহতরা হচ্ছেন- দক্ষিণ কচুয়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মকবুল হোসেন(৮০), মৃত বাহাদুর মিয়ার ছেলে শামসুল হক(৭০), লতিফ মিয়ার ছেলে আবদুল বাছেদ(৭০), মহসিন

মাস্টারের স্ত্রী আছিয়া বেগম(৬৫) তার মেয়ে শান্তনা আক্তার(৪০), জাফর আহমেদের মেয়ে হাওয়া বেগম(৪৫) এবং জোয়াহের আলীর ছেলে শাহজালাল(৪৫)। এদের মধ্যে বৃদ্ধ

মকবুল হোসেন এবং হাওয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অপর পাঁচজনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. বাদল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিয়ালের অত্যাচার সারা উপজেলায়ই বৃদ্ধি পেয়েছে। কচুয়া এলাকায় এখন শিয়াল আতঙ্ক বিরাজ করছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. শাহীনুর আলম উপজেলা পর্যায়ে ভ্যাকসিন না থাকার কথা স্বীকার করে জানান, আহতদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এদের মধ্যে গুরুতর আহত মকবুল হোসেন এবং হাওয়া বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়