আজ- শুক্রবার | ২৪ জানুয়ারি, ২০২৫
১০ মাঘ, ১৪৩১ | রাত ১২:৪৫
২৪ জানুয়ারি, ২০২৫
১০ মাঘ, ১৪৩১
২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ, ১৪৩১

শেখ হাসিনার নির্দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ :: সোহেল হাজারি

দৃষ্টি নিউজ:

dristy.tv pi-50
টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের সাংসদ ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারি বলেছেন, পুরনো- সনাতন পদ্ধতি পিছনে ফেলে আধুনিক জ্ঞান-বিজ্ঞানে বাংলার মানুষ এগিয়ে যাবে, অত্যাধুনিক সভ্যতায় বিশ্বের দরবারে মাথা উঁচু করে বুক ফুলিয়ে দেশের মানুষ গর্বের সঙ্গে বলবে ‘আমি বাঙালি’। এই স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ায় ঐকান্তিক প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ’- এ জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। আমাদের ভাগ্যের উন্নয়ন করতে চাইলে মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নত আগামীর জন্য এখনই আমাদের প্রস্তুত হতে হবে; সময়ের আলোকবর্তিকা আমাদের পথ চেয়ে আছে, সেখানে পৌঁছতে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকলে চলবেনা। তিনি শনিবার(৬ মে) সকালে টাঙ্গাইলের কালিহাতীতে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠঅনে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
কালিহাতী প্রতিনিধি : উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মেলা টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা বেলায়েত হোসেন, কালিহাতী কলেজের অধ্যাপক জহুরুল হক বুলবুল, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. বরুন কান্তি সাহা, ডা. আহসান হাবিব, ডা. আঞ্জুমান আরা খানম, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা চপল কুমার রায়, কালিহাতী থানার অফিসার ইনচার্জ খন্দকার মো. আখেরুজ্জামান প্রমুখ। উদ্ভাবিত লাগসই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ৩২টি ষ্টল স্থান পায়। ওই উদ্বোধনী অনুষ্ঠান কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একাংশের আওয়ামীলীগের নেতারা বয়কট করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়