দৃষ্টি নিউজ:

ষষ্ঠীর মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার(২২ অক্টোবর) শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। চণ্ডীপাঠ, ধূপ আর ঢাকের তালে শুরু হচ্ছে পূজার আনুষ্ঠানিকতা।
করোনা মহামারির কারণে এবারের দুর্গাপূজায় নেই তেমন আমেজ। দুপুরেই শেষ হবে দেবীর ষষ্ঠীবিহিত পূজা। সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।
এদিকে, ঢাকায় পূজা মন্ডপ পরিদর্শন শেষেে র্যাবের ডিজি জানান, ২৮ অক্টোবর পর্যন্ত সর্বত্র নিরাপত্তা দিতে মাঠে থাকবে তার বাহিনী।
