দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে শারদীয় দূর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটিসহ সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে শুক্রবার(২৫ সেপ্টেম্বর) সকালে মানববন্ধন করেছে হিন্দু পরিষদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু পরিষদের জেলা শাখার প্রধান সমন্বয়কারী সুমন দত্ত, সমন্বয়কারী প্রীতিশ পন্ডিত, আহ্বায়ক ঝন্টু পন্ডিত প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারা প্রধানমন্ত্রীর কাছে শারদীয় দূর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি বাস্তবায়ন করার দাবি জানান। এছাড়া বক্তারা সংখ্যালঘু সরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি করেন।
