আজ- শুক্রবার | ১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১ | রাত ৪:৪৫
১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১
১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১

সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির

দৃষ্টি নিউজ:

সংবিধানে উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ ৬২টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের কাছে এসব প্রস্তাবের লিখিত কপি জমা দেয়।

 

 

 

 

 

 

 

 

 

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব জমা দিয়েছে, যা তফসিলসহ নানা বিষয় নিয়ে বিস্তৃত।

 

 

 

 

 

 

 

 

 

তিনি বলেন, প্রস্তাবনায় বিপ্লব ও বর্তমান বাস্তবতার মধ্যে সমন্বয় এবং একনায়কতন্ত্র রোধের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া জুডিশিয়ারির ক্ষেত্রেও কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

 

বিএনপির এ নীতিনির্ধারক বলেন, উপ-রাষ্ট্রপতি এবং উপ-প্রধানমন্ত্রী পদ রাখার প্রস্তাবও রয়েছে। আমরা নির্বাহী, বিচার এবং আইনসহ সব বিষয়ে প্রস্তাবনা দিয়েছি, যাতে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়