
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের সখীপুরে দুই ইটভাটার মালিককে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ এপ্রিল) দুপুরে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা জান্নাত তাহেরার নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স এনএইচবি এবং এনএনবি নামে দুই ইটভাটার মালিককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, জ্বালানী কাঠ পোড়ানো, ইট পোড়ানো লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে ফসলি জমি বিনষ্ট এবং সেই মাটি দিয়ে ইট তৈরি এবং ইটভাটা পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী ওই দুই ইটভাটার মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সজীব কুমার ঘোষ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
