দৃষ্টি নিউজ:
ঢাকা-সখীপুর সড়কে টাঙ্গাইলের সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে বুধবার(২ অক্টোবর) রাতে ট্রাক চাপায় মজনু মিয়া(৫৮) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মজনু মিয়া সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রতিমাবংকী এলাকার তুফান আলীর ছেলে ও ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মজনু মিয়া রাত ৮টার দিকে বাইসাইকেল চালিয়ে কর্মস্থল সখীপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মজনু মিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জাকির হোসেন জানান, নিহত ব্যক্তির স্বজনদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।