দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতের তারে জড়িয়ে রায়হান শিপন(৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) সকালে এ উপজেলার কাহারতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান উপজেলার নলুয়া পাহাড়কাঞ্চনপুর গ্রামের মোহাম্মদ নুরু মিয়ার ছেলে এবং এবি ব্যাংকের সখীপুর উপ-শাখার সহকারী ম্যানেজার ছিলেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক(এসআই) সাঈদুল স্থানীয়দের বরাতে জানান, রায়হান বুধবার(২৫ সেপ্টেম্বর) তার বোনের বাড়ি উপজেলার কাহারতা গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে পানির মোটর চালু করার সময় মোটরের সুইচ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। এ সময় বাড়ির লোকজন তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন- রায়হান বৃহস্পতিবার সকালে গোসল করার জন্য মোটরের সুইচে চাপ দিয়েছিলেন। কিন্তু মোটরের তার কোনোভাবে লিক থাকার কারণে পুরো মোটরটাই বিদ্যুতায়িত হয়ে যায়।
পরে তিনি মোটর স্পর্শ করলে গুরুতর আহত হন। আত্মীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।