দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুরে মায়ের শাবলের আঘাতে গুরুতর আহত মাদকাসক্ত ছেলে জুয়েল রানা(২৪) রোববার(১৫ অক্টোবর) সকালে মৃত্যুবরন করেছেন। বুধবার(১১ অক্টোবর) সকালে মাদকাসক্ত ওই ছেলের হাত থেকে বাঁচতে ঘরে থাকা শাবল দিয়ে জুয়েলের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চারদিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে জুয়েলের মৃত্যু হয়।
প্রসঙ্গত: সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলী হোসেনের ছেলে জুয়েল রানা (২৪) দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য তিনি এলাকায় চুরি-ছিনতাইসহ নানা অপকর্ম করে বেড়াত। নেশার টাকা না পেয়ে মাকেও মেরেছে একাধিকবার। অতিষ্ঠ হয়ে বছর খানেক আগে মা জামিরন নেছা ছেলে জুয়েলকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। তিন মাস জেল খেটে বেরিয়ে আসে জুয়েল। শুরু হয় জুয়েলের ভয়ানক তান্ডব। ১১ অক্টোবর সকাল ৭ টায় ঘুম থেকে ওঠেই টাকার দাবিতে ছেলে জুয়েল রানা মায়ের প্রতি চড়াও হয়। নিজেকে বাঁচাতে ঘরে থাকা শাবল দিয়ে ছেলে জুয়েলের মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়।
