আজ- বৃহস্পতিবার | ২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১ | সন্ধ্যা ৭:২৬
২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১
২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ, ১৪৩১

সখীপুরে মুরগির ফার্মে শ্রমিকের ঝুলন্ত মরদেহ

দৃষ্টি নিউজ:

0m5
টাঙ্গাইলের সখীপুরে মুরগির ফার্ম থেকে রাইসুল ইসলাম (১৬) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১১ মে) সকালে উপজেলার বড়চওনা-কুতুবপুর কলেজ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাইসুল ইসলাম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার জগন্নাথপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে রাইসুল ইসলাম ওই এলাকার নুরুল ইসলামের লেয়ার মুরগির ফার্মে কাজ নেন। প্রতিদিনের মতো তিনি বৃহস্পতিবার ভোরে উঠে ফার্মের লেয়ার মুরগিকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় লেয়ারের মালিক নুরুল ইসলাম এসে ডাকাডাকি করতে থাকেন। ডাকাডাকি করেও দরজা না খোলায় দরজার নিচ দিয়ে রাইসুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে পুলিশ এসে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মাকছুদুল আলম বলেন, এটি হত্যা না আত্মহত্যা সেটি খতিয়ে দেখা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়