আজ- শনিবার | ২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১ | ভোর ৫:১৪
২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১
২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ, ১৪৩১

সবকিছু উজার করে দিয়েও তিস্তার পানি পাওয়া যায়নি :: ড. আসিফ নজরুল

দৃষ্টি নিউজ:

dristy.tv pi-74
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের মাধ্যমে বাংলাদেশের সমস্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছিল। একমাত্র দেশ প্রেমের কারণেই মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা লং মার্চ করতে পেরেছিলেন। তাই ভাসানীকে ভুলে যাওয়া মানে দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাকে ভুলে যাওয়া।
কলামিস্ট আসিফ নজরুল বলেন, তিস্তার পানি পাওয়ার জন্যে দীর্ঘদিন ধরে ভারতের সাথে বাংলাদেশের আলোচনা হচ্ছে। ভারতকে ট্রানজিট দেয়া হয়েছে। ভারতের সাথে সীমান্ত চুক্তি হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের অসম ব্যবসা চলছে। অর্থাৎ বাংলাদেশ সবকিছু উজার করে দিয়েও তিস্তার পানি পাওয়া যায়নি। তিনি মঙ্গলবার(১৬ মে) টাঙ্গাইলে ঐতিহাসিক ফারাক্কা  লং মার্চের ৪১ তম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।     [vsw id=”bUJyrUdKJw8″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ঐতিহাসিক ‘দরবার’ হলে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা বুলবুল খান মাহবুব, হামিদুল হক মোহন, ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
বক্তারা বলেন, ফারাক্কার প্রভাবে উত্তরবঙ্গ ক্রমেই মরুভুমির আকার ধারণ করছে। দেশের বড় বড় নদীতে পানি শুন্যতার কারনে নদীগুলো মরে গিয়ে খালে পরিনত হয়েছে। এভাবে চলতে থাকলে রাজশাহী অঞ্চল মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়