
দৃষ্টি নিউজ:
‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণিকূল বাঁচাই’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের সরকারি এমএম আলী কলেজ চত্ত্বরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার(৩ মার্চ) বেসরকারি সংগঠন ওয়েস্ট- এর উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ঝর্ণা মাঝির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. শহীদুজ্জামান, ওয়েস্ট এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. এসএম ইশবাল, কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক দেবব্রত পাঠক, সোহেল রানা, নূর, আতিকুল ইসলাম, স্বপ্না, রাখি,রৃজন,চৈতিন্য সাহা প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
