আজ- মঙ্গলবার | ১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১ | রাত ২:০৫
১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১
১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

সরকার ও বিরোধী দল না থাকলে রাষ্ট্র চলে না :: জামায়াতের সেক্রেটারী

দৃষ্টি নিউজ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তী সরকারকে কোনো দল ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে না। যারা রাজনীতি চর্চা করে- তাদের মধ্যে একটি থাকে একটি সরকারি দল অপরটি বিরোধী দল। যেমন দুটি চাকা না থাকলে সাইকেল চলে না, তেমনি সরকার ও বিরোধী দল না থাকলে রাষ্ট্র চলে না। সমালোচনা রাষ্ট্রের একটি সৌন্দার্য।

 

শুক্রবার(১৩ ডিসেমম্বর) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর ‘সদস্য শিক্ষা শিবির’ অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

 

 

 

তিনি বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪। এই তিন সালে আমরা কোন ভোট দিতে পারিনি। ভোটাররা একদিক দিয়ে ভোট কেন্দ্রে রওনা হয়েছে। মাঝ পথে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ লীগ বাধা দিয়েছে এবং বলে দিয়েছে ভোট হয়েছে এবার বাড়ি চলে যান। এইতো তিন বছরের ভোট। রাষ্ট্রের সবগুলো দপ্তর দুর্নীতিতে ভরে গেছে।

 

 

 

 

 

 

 

 

গ্রামের ভাষায় একটি কথা আছে- ‘সর্ব অঙ্গে ঘাঁ, ওষুধ লাগাবো কোথা’। তেমনি রাষ্ট্রের সর্ব অঙ্গ ক্ষত হয়ে গেছে, পঁচে গেছে এই ১৮ বছরে। জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত। জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। কিন্তু আমাদেরতো নির্বাচনে যেতে দেওয়া হয়নি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

সরকারতো জামায়াতে ইসলামীকে ভয় পায়, আরও বেশি ভয় পায় নির্বাচনটা যদি নিরপেক্ষ হয়ে যায়, ভোট কাটা না যায়, তাহলেই জামায়াতের সুবিধা বেশি। আমরা পরিষ্কার পানিতে মাছ শিকার করতে ভালো পারি। নির্বাচনে আমরা গণতন্ত্রের স্বার্থে, ভোটারদের স্বার্থে, দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ময়দানে যারা ছিল- জাতীয় স্বার্থে যদি জাতীয় ঐক্য গড়ে উঠে, তাহলে যেকোন রাজনৈতিক ইসলামিক দলের সাথে ঐক্য করতে আমরা প্রস্তুত আছি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পরেই বর্তমান সরকারের সামনে অনেক গুরো চ্যালেঞ্জ এসেছে। পাল্টা ক্লু, জুডিশিয়াল ক্লু, আনসার কান্ড, প্রশাসনের অস্থিরতা, হিন্দু ভাইদের নিয়ে রাজনীতি। শেখ হাসিনা দিল্লি বসে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এ সবই সরকার মোকাবেল করছে। এগুলো সামনে না আসলে সরকার হয়তো আরও অনেক কিছুই সংষ্কারে তড়ান্বিত হতে পারতো। সরকার যা করছে তাতে আমরা হ্যাপী।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়