দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৫ মে) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। বালক ও বালিকা উভয় গ্রুপেই আনালিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১১ নং সল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় ফাইনালে উত্তীর্ণ হয়। উভয় গ্রুপেই ১১ নং সল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা গ্রুপে ১-০ গোলে এবং বালক গ্রুপে ২-০ গোলে আনালিয়া বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে সল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এবং বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব মোহাম্মদ আবদুর রশিদ। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ১১ নং সল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএফএম আ. হান্নান। আনালিয়া বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা পারভীন, মীরহামজানী ঘুলিয়াদহ সরকারি প্রাথমিক বিদালয়ের প্রধান শিক্ষিকা আছিয়া বেগম, জাবরাজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, দেউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন।
খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।