আজ- শুক্রবার | ১৪ নভেম্বর, ২০২৫
২৯ কার্তিক, ১৪৩২ | রাত ১১:০৯
১৪ নভেম্বর, ২০২৫
২৯ কার্তিক, ১৪৩২
১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক, ১৪৩২

সাংবাদিকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়ানো হচ্ছে :: পিআইবি মহাপরিচালক

দৃষ্টি নিউজ:

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের(পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, ডিজিটাল বাংলাদেশ ও উন্নত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের গুরুত্বপুর্ণ ভূমিকা রয়েছে। একারণে সরকার পিআইবি’র মাধ্যমে দেশের সকল সাংবাদিকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলছে। শুক্রবার(১৭ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবে পিআইবি আয়োজিত তিন দিনব্যাপী ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ’ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব ব্যক্তিত্ব। এজন্য তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা করছেন। পত্রিকার বিজ্ঞাপন রেট বাড়িয়ে দিয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষণ হচ্ছে- বেশি ব্যবহারে ভোতা হওয়া অস্ত্রকে শান দেয়ার মতো। পিআইবি প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের ঝিঁমুনি দূর করার চেষ্টা করছে- অভিজ্ঞতা শোয়ার করছে।

তিনি বলেন, পিআইবি ইতোমধ্যে ডেটা সাংবাদিকতার বিষয়ে কাজ শুরু করেছে, দ্রুতই তা মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে।

https://youtu.be/TfRdMx_5D0c

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের)। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৩৫জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়