আজ- শনিবার | ২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১ | সকাল ৬:২৩
২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১
২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ, ১৪৩১

সাংবাদিকদের সঙ্গে আ’লীগ প্রার্থী কামরুল হাসানের মতবিনিময়

দৃষ্টি নিউজ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. কামরুল হাসান খান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার(১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় ডা. কামরুল হাসান খান জানান, এবার জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি নির্বাচিত হতে পারলে এলাকায় অসমাপ্ত উন্নয়ন কাজগুলোর সম্পন্ন করবেন। তিনি আগে থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।


তিনি জানান, তিনি ঘাটাইল উপজেলাকে সুন্দর নগরী হিসেবে গড়ে তোলায় উদ্যোগী হবেন। জনসাধারণের প্রাণের দাবি পুরণে ঘাটাইলে একটি আইটি পার্ক স্থাপন করা হবে। তিনি নির্বাচিত হয়ে প্রথমেই ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের নেতাদের অভ্যন্তরীণ দূরত্বের নিরসন করবেন। এলাকার সাধারণ জনগণের শ্রেণি অনুযায়ী মূল্যায়ন করবেন।


এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা সহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বর্তমান সংসদ সদস্য আতাউর রহমান খানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। মনোনয়ন দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. কামরুল হাসান খানকে।


উল্লেখ্য, ডা কামরুল হাসান ১৯৮২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ১৯৮৪ সালে মেডিকেল অফিসার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।

পরে তিনি ১৯৯১ সালে তৎকালীন পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) যোগ দিয়েছিলেন। ভিসি হওয়ার আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়