দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৬ জানুয়ারি) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নবাগত পুলিশ সুপার বলেন, দেশের পুলিশ বাহিনী বর্তমানে একটি ক্রান্তিকাল পাড় করছে।পুলিশকে সাধারণ মানুষের কাছে বিশ্বস্ত করতে ও পুলিশের মনোবল সম্পূর্ণভাবে ফিরিয়ে আনতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, টাঙ্গাইলের মানুষ খুবই শান্তিপ্রিয়। জেলার আইনশৃংখলার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কাজ করার আগ্রহের কথা ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার। এ সময় তিনি টাঙ্গাইল জেলার বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুততম সময়ে সমস্যাগুলোর সমাধান করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মো. মিজানুর রহমান ২৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চাকরিকালীন সময়ে তিনি র্যাব, পিবিআই, নৌ পুলিশ এবং চাঁদপুর জেলা পুলিশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার হিসেবে ৪ বছরের অধিক সময় ময়মনসিংহ শিল্পাঞ্চল পুলিশ-৫ ও গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এ সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। দেশে-বিদেশে ১৫টি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদান ও কঙ্গোতে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ পুলিশে তার বিশেষ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের আইজিপি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক। তার নিজ জেলা সাতক্ষীরা।
এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক জাকেরুল মওলাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।