
দৃষ্টি নিউজ:
দৈনিক ইত্তেফাকের সাবেক প্রধান আলোকচিত্র সাংবাদিক ও দ্যা ডেইলি বাংলাদেশ পোস্টের চিফ ফটোগ্রাফার সুবীর কুমারের মাতা এবং স্থানীয় সমাজসেবক ও দানশীল ব্যক্তি স্বর্গীয় মদন কুমার দেবনাথের স্ত্রী মাধবী দেবনাথ পরলোকগমণ করেছেন(দিব্যান লোকান স্ব-গচ্ছতু)।
তিনি শনিবার(২ মে) সকালে বার্ধক্যজনিত কারণে গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়ায় পরলোকগমণ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার শেষকৃত্যানুষ্ঠান শনিবার বিকালে বাংড়া গ্রামের পারিবারিক শ্মশ্বানঘাটে অনুষ্ঠিত হবে।
