আজ- শনিবার | ১৫ নভেম্বর, ২০২৫
৩০ কার্তিক, ১৪৩২ | রাত ১২:৪৩
১৫ নভেম্বর, ২০২৫
৩০ কার্তিক, ১৪৩২
১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক, ১৪৩২

সাংবাদিক নৃপেণ বিশ্বাসের ১৭তম প্রয়াণ দিবস কাল

দৃষ্টি নিউজ:

টিভি অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ প্লাস’র স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার নৃপেণ বিশ্বাসের ১৭তম পরলোকগমণ বার্ষিকী আগামিকাল ৭ ডিসেম্বর( সোমবার)।

এ উপলক্ষে টাঙ্গাইলে নৃপেণ বিশ্বাস স্মৃতি সংসদ- ভূঞাপুর, ঘাটাইল ও গোপালপুর প্রেসক্লাব এবং তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- স্মরণসভা, বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরণ ও কৃত্যানুষ্ঠান। নৃপেণ বিশ্বাস স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন বকুল এসব কর্মসূচিতে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নৃপেণ বিশ্বাস টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের নন্দনগাতি গ্রামে ১৯৫৬ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা স্বর্গীয় গোপাল বিশ্বাস ওমা-মালতী বিশ্বাস।

তিনি ১৯৭৮ সালে টাঙ্গাইল থেকে প্রকাশিত পাক্ষিক ‘ঝংকার’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ওই সময় তিনি ‘দৈনিক বাংলারবাণী’ পত্রিকার ঘাটাইল প্রতিনিধি ছিলেন।

১৯৮৬ সালে ঢাকায় গিয়ে পাক্ষিক ‘তারকালোক’ ও ‘কিশোর তারকালোক’ পত্রিকায় যোগ দেন। এর পর পাক্ষিক তারকা বিচিত্রায় নির্বাহী সম্পাদক ও ১৯৯৫ সালে দৈনিক আজকের কাগজে স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বেশ কিছুদিন বে-সরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় কাজ করেন। ১৯৯৮ সালে নৃপেণ বিশ্বাস বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি সৃজনশীল সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তিনি বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস, নাটক, কাব্য, প্রবন্ধ রচনা ও টিভি অনুষ্ঠান নির্মাণ করেন।

বিটিভি, এনটিএন বাংলা, এনটিভি ও চ্যানেলআইতে তার একাধিক অনুষ্ঠান ও নাটক প্রচারিত হয়েছে। টিভি সাংবাদিকতাকে সমৃদ্ধ করতে তিনি নেতৃত্ব দিয়েছেন।

প্যাকেজ নির্মাণ প্রতিষ্ঠান ক্রিয়েটিভ প্লাস প্রতিষ্ঠার মাধ্যমে টিভি অনুষ্ঠান নির্মাণে তিনি বিশেষ কৃতিত্ব দেখান। গুণী এই সাংবাদিক ও লেখক ২০০৩ সালের ৭ ডিসেম্বর দুরারোগ্য ব্যাধি ক্যন্সারে আক্রান্ত হয়ে পরোলোকগমন করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়