প্রথম পাতা / টাঙ্গাইল / গোপালপুর /
সাংবাদিক নৃপেণ বিশ্বাসের ১৯তম মৃত্যুবাষির্কী বুধবার
By দৃষ্টি টিভি on ৬ ডিসেম্বর, ২০২২ ৬:৪২ অপরাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:

টিভি অনুষ্ঠান নির্মাতা, বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার নৃপেণ বিশ্বাসের ১৯তম মৃত্যু বার্ষিকী বুধবার(৭ ডিসেম্বর)। এ উপলক্ষে নৃপেণ বিশ্বাস স্মৃতি সংসদ, ভূঞাপুর, ঘাটাইল ও গোপালপুর প্রেসক্লাব এবং তার পরিবার বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে স্মরণ সভা, বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরণ ও কৃত্যানুষ্ঠান।
উল্লেখিত কর্মসূচিতে যোগদান করে তার আত্মার শান্তি কামনার জন্য নৃপেণ বিশ্বাস স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন বকুল সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
বহুমাত্রিক প্রতিভার অধিকারী নৃপেণ বিশ্বাস ১৯৫৬ সালের ২ ফ্রেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের নন্দন গাতি গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম স্বর্গীয় গোপাল বিশ্বাস ও মা মালতী বিশ্বাস।
তিনি ১৯৭৮ সালে টাঙ্গাইল থেকে প্রকাশিত পাক্ষিক ‘ঝংকার’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ওই সময় তিনি ‘দৈনিক বাংলার বাণী’র ঘাটাইল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৬ সালে ঢাকায় গিয়ে তিনি ‘তারকালোক’ ও ‘কিশোর তারকালোক’ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। এর পর পাক্ষিক তারকা বিচিত্রায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৯৫ সালে দৈনিক আজকের কাগজে স্টাফ রিপোর্টার নিযুক্ত হন।
তিনি বেশ কিছু দিন বে-সরকারি টিভি এটিএন বাংলায় কাজ করেন। ১৯৯৮ সালে নৃপেণ বিশ্বাস বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সৃজনশীল সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন।
তিনি বহুমুখী প্রতিভার স্বাক্ষর হিসেবে উপন্যাস, নাটক, কাব্য, প্রবন্ধ রচনা ও টিভি অনুষ্ঠান নির্মাণ করেন। বিটিভি, এনটিএনবাংলা, এনটিভি ও চ্যানেল আই- এ তার একাধিক অনুষ্ঠান প্রচারিত হয়েছে। টিভি সাংবাদিকতাকে সমৃদ্ধ করতে তিনি নেতৃত্ব দিয়েছেন।
প্যাকেজ নির্মাণ প্রতিষ্ঠান ক্রিয়েটিভ প্লাস প্রতিষ্ঠার মাধ্যমে টিভি অনুষ্ঠান নির্মাণে তিনি বিশেষ কৃতিত্ব দেখান। গুণী এই সাংবাদিক ও লেখক ২০০৩ সালের ৭ ডিসেম্বর দুরারোগ্য ব্যাধি ক্যন্সারে আক্রান্ত হয়ে পরোলোক গমন করেন।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
দেড়শ’ বছরের ডুবের মেলায় লতিফ সিদ্দিকী
-
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
-
দেশে বৈষম্য আর দুর্নীতি চরমভাবে বৃদ্ধি পেয়েছে :: রাশেদ খান মেনন
-
যমুনায় ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়
-
টাঙ্গাইল স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
-
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৪৯৮ টাকা
-
টাঙ্গাইলে স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতার ৩৬৩তম আসর
-
টাঙ্গাইলের প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী মহুয়া শিশু পুরস্কারে ভূষিত
আপডেট পেতে লাইক করুন
