দৃষ্টি নিউজ:

প্রয়াত সাংবাদিক ও মানবাধিকার কর্মী এহসানুল হক খান শাহীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার(৩০ নভেম্বর) টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দোয়া ও আলোচনা সভায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুর মওলা, সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ ও আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রয়াত শাহীনের স্ত্রী নীলুুফা ইয়ামিন এবং বড়ভাই সাংবাদিক একরামুল হক খান তুহিনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এরআগে শনিবার সকালে পরিবারের সদস্যরা মরহুমের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, এহসানুল হক খান শাহীন দৈনিক আমাদের সময় ও ইনডিপেনডেন্ট টিভির টাঙ্গাইল প্রতিনিধি ছিলেন। অত্যন্ত সহজ সরল ব্যক্তি হিসেবে সুপরিচিত শাহীন ২০১৬ সালের ৩০ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
