দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের শিক্ষক সেলিনা আক্তার আর নেই।
সোমবার(৭ সেপ্টেম্বর) দিনগত রাতে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি সেলিম তরফদারের শ্বাশুড়ি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি একমাত্র মেয়ে প্রভাষক জান্নাতুল ফেরদৌসী সহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা নামাজ মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) সকালে পশ্চিম ভূঞাপুর গ্রামে বাড়ির পাশে মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে স্থানীয় লোকমান ফকির মহিলা কলেজের অধ্যক্ষ মো. হাসান আলী সরকার, শহীদ জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আবু সাদাত (বিপ্লু), ইব্রাহিম খাঁ সরকারি কলেজের প্রভাষক আনোয়ারুল ইসলাম পাপ্পু, প্রভাষক ফরিদুল আলম, বাসেদ সরকার,
বাবুল আক্তার, বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুর ইসলাম তরফদার বাদল, মরহুমের জামাতা সাংবাদিক মো. সেলিম তরফদার, স্থানীয়
বণিক সমিতির সভাপতি শাহজাহান কবির লিটন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
জানাজা নামাজ শেষে উপজেলার ছাব্বিশা কেন্দ্রীয় গোরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
