দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ মিয়া মঙ্গলবার(২৪ নভেম্বর) দিবাগত রাত পৌণে ১২টার দিকে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। একজন সাদা মনের মানুষ ও আদর্শবান চেয়ারম্যান হিসেবে তিনি বেশ পরিচিতি ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত-অনুরক্ত রেখে গেছেন।
বুধবার(২৫ নভেম্বর) সকাল ১১টায় দেলদুয়ার জমিদার বাড়ি প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনায় দোআ কমনা করা হয়েছে।
