আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:২০

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের নামে টাঙ্গাইলের আদালতে মামলা

 

সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের নামোল্লেখ ও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে টাঙ্গাইলের আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) সকালে আদালত সূত্রে জানানো হয়- বিচারক মামলাটি আমলে নিয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জকে(ওসি) এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।


এরআগে বুধবার(২৫ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর থানা আমলী আদালতে মধুপুর উপজেলার মালাউড়ী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান বাদি হয়ে ওই মামলা দায়ের করেন। আদালতের বিচারক পশুপতি বিশ্বাস মামলাটি আমলে নিয়ে পরে আদেশের জন্য রাখেন। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগ আনা হয়েছে।


মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় সমন্বয়কদের নেতৃত্বে মধুপুর হাসপাতালের সামনে থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। মিছিলটি মধুপুর বাসস্ট্যান্ডে আনারস চত্বরে পৌঁছলে ডক্টর আব্দুর রাজ্জাকের হুকুমে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী সহ অন্য আসামিরা ছাত্র-জনতার ওপর দা-কুড়াল ও লাঠিসোটাসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মামলার বাদিসহ বেশকয়েকজন আন্দোলনকারী আহত হন।


বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএ মালেক আদনান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মধুপুরে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে দণ্ডবিধির বেশকয়েকটি ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বাদির জবানবন্দি রেকর্ড করেন। পরে মামলাটি মধুপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno