আজ- সোমবার | ১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ১২:২৩
১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২
১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ, ১৪৩২

সালমার নতুন রক গান ‘আউলা প্রেম’

দৃষ্টি বিনোদন:


পবিত্র ঈদুল আজহায় ইউটিউবে প্রকাশিত হয়েছে ক্লোজআপ তারকা সালমার কণ্ঠে প্রথম রক ঘরানার গানের লিরিক ভিডিও। ‘তোরই চোখে জাদু আছে’ শিরোনামে গানটি ইতোমধ্যে খুব আলোচনায় এসেছে। সেই রেশ কাটতে না কাটতে আবারও নতুন রক ডিজে মিশ্রিত গানটির শিরোনাম ‘আউলা প্রেম’। ঈদের ঠিক দুইদিন আগে গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমা । জে কে মজলিস এর সুর ও সঙ্গীতে গানটি লিখেছেন গীতিকার জিয়াউদ্দিন আলম। ফোক লিরিকে রক মিউজিক ব্যাবহার করা হয়েছে বলে জানিয়েছেন সালমা।
‘আউলা প্রেম’ গানটি নিয়ে সালমা বলেন, খুব ভালো সাড়া পাচ্ছি। যে ধরনের গান গেয়ে আমি সালমা হয়েছি, সেগুলো থেকে বেরিয়ে একটু অন্য রকম কাজ করার চেষ্টা করেছি।
সালমার নতুন আর একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে ‘আশায় আশায় মনের’ শিরোনামে একটি গানের ভিডিও শুটিং কিছুদিন আগে হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। শিগগির এডবক্স এর ইউটিউবে মুক্তি পাবে।
চলতি বছরে নতুন করে আলোচনায় আসেন সালমার‌’মন মাঝি’অ্যালবাম এর মধ্য দিয়ে। এর পর একের পর এক নতুন গান শ্রোতাদের কে উপহার দিয়েছেন সালমা।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়