আজ- বৃহস্পতিবার | ২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১ | সন্ধ্যা ৭:০১
২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১
২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ, ১৪৩১

সিইসি টাঙ্গাইল আসছেন বুধবার

দৃষ্টি নিউজ:


প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কেএম নূরুল হুদা আগামি বুধবার(১৩ সেপ্টেম্বর) টাঙ্গাইল আসছেন। আগামি ২৪ সেপ্টেম্বর জেলার জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাধারণ, স্থগিত এবং উপ-নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।
জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা আগামি বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটানিং অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা করবেন। সভায় সভাপতিত্ব করবেন, নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা দায়িত্ব গ্রহনের পর এটাই প্রথম টাঙ্গাইল সফর।
টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম জানান, প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা টাঙ্গাইলে প্রথম সফর করছেন। এ লক্ষে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি এই অনুষ্ঠানটি আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়