আজ- ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:৪৩

সিগারেটের আগুনে ছয় দোকান পুড়ে ছাই

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে কালিহাতী উপজেলার রতনগঞ্জ বাজারে বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে সিগারেটের আগুনে ছয় দোকান পুগে ছাই হয়েছে। এতে দোকানের মালামাল ও আসবাবপত্র সহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।


রতনগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. লাট মিয়া জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশ-পাশের ছয়টি দোকান ভস্মিভুত হয়। এতে একটি ওষুধের দোকান, একটি টিনের দোকান, একটি ফার্ণিচারের দোকান ও তিনটি মনোহারি দোকান পুড়ে ছাই হয়ে যায়।


তিনি আরও জানান, আগুনের লেলিহান শিখা দেখে স্থনীয়রা বালি ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাদের ধারণা অজ্ঞাত ব্যক্তির ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno