আজ- রবিবার | ৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২ | দুপুর ১২:১৫
৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২
৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক, ১৪৩২

সিরাজগঞ্জে ইয়াবা সহ তিন যুবক গ্রেপ্তার

দৃষ্টি নিউজ:

সিরাজগঞ্জে ১৯৯পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন যুবককে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১২)।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সিরাজগঞ্জ জেলার ব্রাহ্মণ বয়ড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. ইসমাইল(৩৫), একই জেলার চন্দ্রকোনা ফকিরতলা পাড়ার মো. মোসলেম

উদ্দিনের ছেলে মো. কাউছার হামিদ ওরফে সোহেল(২৭) ও একই জেলার সলঙ্গা উপজেলার কিসমত সলঙ্গা গ্রামের মো. সামছুল হকের ছেলে কাদের সরকার(২৭)।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকায় রোববার (৯ আগস্ট) বিকালে অভিযান চালিয়ে ইসমাইল ও সোহেলকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৪৩পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার উত্তরপাড়া জগন্নাথ মন্দিরের সামনে অভিযান চালিয়ে ৫৬পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কাদের সরকারকে(২৭) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

https://youtu.be/OFi6LG6llIM

র‌্যাব-১২’র সিরাজগঞ্জ সদর দপ্তরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাবের এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়