দৃষ্টি নিউজ:

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকায় মঙ্গলবার(২৮ জুলাই) বিকালে অভিযান চালিয়ে ১১৯পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২)।
গ্রেপ্তারকৃত মো. আনিছুর রহমান(২৪) সিরাজগঞ্জের সরাইচন্ডি গ্রামের মো. সোনাউল্লাহ শেখের ছেলে।
র্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সদর কোম্পানীর কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি চৌকষ দল সিরাজগঞ্জের শিয়ালকোল এলাকায় অভিযান চালায়।
এ সময় ১১৯পিস বিক্রি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ মো. আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি মোবাইল ও দুইটি সিম কার্ড জব্দ করা হয়।
https://youtu.be/Qha-LfGWWh8
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
