দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বেগমগঞ্জে নারীর প্রতি নির্যাতন এবং দেশব্যাপী ধর্ষণ, রাস্তা-ঘাটে নারীদের যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার(৭ অক্টোবর) বিকালে স্থানীয় সু-প্রভাতী যুব সংঘের আয়োজনে বীরনাহালী তালুকদার মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ৩নং ঘারিন্দা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. বারেক, ঘারিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ইয়াছিন আরাফাত, বীরনাহালী সু-
প্রভাতী যুব সংঘের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসাইন, সহ-সভাপতি মো. রাজন মিয়া প্রমুখ।
এ সময় বীরনাহালী এলাকার লাল মিয়া, জহিরুদ্দিন তালুকদার, আজিবর রহমান, আরমিছ ফকির, মনির তালুকদারসহ বীরনাহালী সু-প্রভাতী যুব সংঘের সদস্যরা মানববন্ধনে অংশ নেয়।
