দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটির (সেতু) উদ্যোগে নাইট কেয়ার সেণ্টার পরিদর্শন ও ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছেন।
বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) বিকালে সেতুর প্রধান কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সোসাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটির(সেতু) কার্যকরী পরিষদের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন ও নাইট কেয়ার বাংলাদেশের পরিচালক নাসিমা বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সোসাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটির নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন ও নাইট কেয়ার প্রকল্প পরিচালক বিকাশ কুমার মিত্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেতুর পরিচালক মির্জা সাকিব হোসেন সোহাগ।
এ সময় বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।