আজ- শনিবার | ৮ ফেব্রুয়ারি, ২০২৫
২৫ মাঘ, ১৪৩১ | সকাল ৯:২৮
৮ ফেব্রুয়ারি, ২০২৫
২৫ মাঘ, ১৪৩১
৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ, ১৪৩১

সেনাদের পরিবার নিয়ে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ :: সেনাপ্রধান

দৃষ্টি নিউজ:

সেনাসদস্যদের উদ্দেশে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আপনারা যেখানেই চাকরি করেন- সেখানে পরিবার নিয়ে থাকবেন। কারণ পরিবার নিয়ে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ।

 

 

 

 

 

 

 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সেনাসদস্যদের জন্য নবনির্মিত পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন তিনি।

 

 

 

 

 

এ সময় ফলক উন্মোচন, বেলুন ওড়ানো ও চাবি হস্তান্তরের মাধ্যমে ৫০০টি ফ্ল্যাটবিশিষ্ট ওই ভবন উদ্বোধন করেন সেনাপ্রধান।

 

 

 

 

 

 

 

 

 

তিনি আরও বলেন, সামাজিক খারাপ ঘটনাগুলো থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে পরিবার নিয়ে একসঙ্গে থাকতে হবে। আশা করি, এ ভবনের কারণে ঘাটাইল এরিয়ায় কর্মরত সেনাসদস্যদের আবাসন সমস্যার নিরসন হবে।

 

 

 

 

 

 

 

উদ্বোধন শেষে সেনাপ্রধান ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং উপস্থিত সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

 

 

 

 

 

অনুষ্ঠানে জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া এবং ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়