দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল স্বাস্থ্য বিভাগকে করোনা প্রতিরোধে উপহার হিসেবে ২০০পিস ফেসসিল্ড দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার(১৩ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামানের হাতে ওই উপহার তুলে দেন সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস
টাঙ্গাইলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোশাররফ হোসেন ও সোনালী ব্যাংক টাঙ্গাইল শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আমিনূর রহমান খান।
এ সময় অন্যদের মধ্যে সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মিসেস সেলিনা খাতুন, মিসেস সাজেদা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
